ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার নির্বাচনী প্রচারণায় ককটেল হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণায় ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় চকলেট ফ্যাক্টরি মোড়ে এই ঘটনায় ঘটে।

এই ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক রাব্বি ও পৌর ছাত্রলীগের সদস্য সাব্বির নামে দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে পাইকপাড়ায় গণসংযোগ করছিলেন। পাইকপাড়ায় চকলেট ফ্যাক্টরির মোড়ে আসলে দুই দিক দিয়ে ককটেল হামলা করা হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুইজন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।