বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন জাপা নেতা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশে বক্তব্য দেয়ার সময় মশিউর রহমান (৬৫) নামে সংগঠনটির এক নেতা মারা গেছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের পার্টির অফিসে এ ঘটনা ঘটে।
মশিউর রহমান বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া কাচারীপাড়া গ্রামের মৃত আসান উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন জাতীয় পার্টি কমিটির নির্বাহী সদস্য।
ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শেখ আবু হোসাইন মো. সেলিম রেজা জানান, শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের বড়ভিটা পার্টি অফিসের মাঠে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা চলছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। কর্মী সমাবেশে সভাপতিত্ব করছিলেন ইউনিয়ন আহ্বাক ফজলার রহমান।
তিনি বলেন, মশিউর বক্তব্য রাখার জন্য মঞ্চে ওঠেন। বক্তব্য শুরুর পর হঠাৎ করে তার বুকে প্রচন্ড ব্যথা উঠলে মঞ্চে পড়ে যান তিনি। তাকে উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল বলেন, ‘আমাদের পার্টির ইউনিয়ন কমিটির সদস্য মশিউর রহমানের ওই ঘটনায় আমরা কর্মী সমাবেশ স্থগিত করেছি। মশিউর রহমান ছিলেন জাতীয় পার্টির একজন ত্যাগী, নির্লোভ ও নিবেদিত কর্মী। তার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। পাশাপাশি তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
জাহেদুল ইসলাম/এমএসএইচ