ফের শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:১৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মো. মেরাজ উদ্দিন

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৫ ভোট পান মেরাজ। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল পেয়েছেন ৩২ ভোট।

এ নির্বাচনের প্রধান কমিশনার শরিফুর রহমান জানান, শহরের মাধবপুরে উৎসব কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এতে ৭৭ জন ভোটারের সবাই ভোট দিয়েছেন। ফলাফল ঘোষণার পরপরই বিজিত প্রার্থী আদিল মাহমুদ উজ্জল বিজয়ী প্রার্থী মেরাজ উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

ভোট গণনা ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আজীবন সদস্য জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এছাড়া অন্যান্যের মধ্যে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমও উপস্থিত ছিলেন।

গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় শরিফুর রহমান ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, জিএম আজফার বাবুল সিনিয়র সহ-সভাপতি ও মানিক দত্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এরপর প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ইমরান হাসান রাব্বী/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।