স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্বামী জাকির হোসেনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী মেহেরুননেসার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তার আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই রায় দেন। মামলার তবে দণ্ডপ্রাপ্ত মেহেরুননেসা পলাতক রয়েছেন।

সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুল লতিফ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩ অক্টোবর মেহেরেুননেসা তার স্বামী জাকির হোসেনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। আশাশুনি থানা পুলিশ মেহেরুননেসাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে চার্জশিট দেয়। মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।