১৫ ভোট বেশি পেয়ে জয়ী হলেন আলেক হোসেন

নোয়াখালীর সেনবাগে উপ-নির্বাচনে ১৫ ভোট বেশি পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলেক হোসেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সেনবাগ উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা শাহেদা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মোহাম্মদ আলেক হোসেন ফুটবল প্রতীক নিয়ে ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামাল উদ্দিন ৫৪৪ ভোট পেয়েছেন। ১৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আলেক।’
তিনি আরও বলেন, ‘উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসদুর রহমান প্রকাশ মুছা মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করলে আজ (রোববার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে এ ওয়ার্ডে ৫ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করেন।’
আরএইচ/এমকেএইচ