প্রতিবেশীর রান্নাঘরের আগুনে প্রাণ গেল দেড় বছরের শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০১ মার্চ ২০২১

মাদারীপুরের শিবচর পৌরসভার ডিসি এলাকায় হাবিব তালুকদারের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় বছরের শিশু মাহফুজা মারা গেছে।

সোমবার (০১ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় হাবিব তালুকদারের রান্নাঘরে আগুন লেগে পাশের বাড়ির ভাড়াটিয়া রাসেল হাওলাদারের শিশু কন্যা মাহফুজার মৃত্যু হয়।

jagonews24

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় হাবিব তালুকদারের রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে পাশের ঘরের ভাড়াটিয়া রাসেল হাওলাদারের মেয়ে মাহফুজার হাবিব তালুকদারের সমবয়সী মেয়ের সঙ্গে খেলতে আসে। হঠাৎ রান্নাঘরে আগুন ধরলে শিশুটি সেখানে আটকে পড়ে।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রান্নাঘরের ভেতরে চুলার পাশ থেকে মাহফুজার ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

jagonews24

নিহত মাহফুজার বাবা রাসেল হাওলাদার বলেন, ‘মাহফুজাকে গোসল করিয়ে ঘরের কাজ করছিলাম। কখন ও ঘরের বাইরে গেল টের পাইনি। কিছুক্ষণ পরে দেখি বাড়ির পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখনও জানিনা আমার মেয়েটা পুড়ে ছাই হয়ে গেছে’।

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

নাসিরুল হক/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।