চকলেটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০২ মার্চ ২০২১
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে (৬) ও (৯) বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে হায়দার আলী (৪৮) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১ মার্চ) রাতে ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।

অভিযুক্ত হায়দার আলী উপজেলার দামিয়া এলাকার মৃত আবদুল কদ্দুস মিয়ার ছেলে। সে কচুয়া বাজারে মনোহারি ব্যবসায়ী।

মামলার তদন্ত কর্মকর্তা ও সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি বলেন, ‘প্রায় দেড় মাস আগে ব্যবসায়ী হায়দার আলী (৪৮) প্রতিবেশী ওই দুই শিশুকে মজা (বিস্কুট, চকলেট, চিপসজাতীয় খাবার) দেয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। সেখানে ওই শিশুদের ধর্ষণ করে। আরও একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে তারা অভিভাবকদের বিষয়টি জানায়।’

সখীপুর থানার সেকেন্ড অফিসার বদিউজ্জামান বলেন, ‘এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুরা অভিভাবকের হেফাজতে রয়েছে। অভিযুক্ত হায়দার আলীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।’

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।