চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শ্রীঘরে যুবক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৫ মার্চ ২০২১

বাগেরহাটের রামপালে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে জুয়েল শেখ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তাকে আটক করে পুলিশ। আটককৃত জুয়েল শেখ (২০) রামপাল আন্ধারিয়া গ্রামের বাসিন্দা তরিকুল শেখের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন পাশের আন্ধারিয়া গ্রামের বাসিন্দা তরিকুল শেখের ছেলে জুয়েল শেখ (২০)। এরপর ওই তরুণীকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে আসতে বলেন। গত বুধবার (৩ মার্চ) বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুয়েল শেখের বাড়িতে যায় তরুণী। সেখানে আটকে রেখে ধর্ষণ করে জুয়েল শেখ। পরদিন বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে ওই তরুণী বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে মোবাইল ফোনে বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপার একেএম শহিদুল হককে জানান।’

তিনি আরও বলেন, ‘পরে ওই তরুণীর দেয়া তথ্যমতে পুলিশ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ৩ ঘণ্টা মধ্যে ধর্ষক জুয়েল শেখকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।’

মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।