কাদের মির্জার গোল্ড কাপ, আওয়ামী লীগের ডায়মন্ড কাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:১২ এএম, ০৬ মার্চ ২০২১

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিপরীতে একইসময় স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ডায়মন্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।

মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ (বুধবার) বিকেল ৩টায় উভয়পক্ষের পাল্টাপাল্টি আয়োজনে আবারো উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র কাদের মির্জা বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ চরফকিরা কবি জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করেছে।

kader2

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা জানান, মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হয়েছে। ১৭ মার্চ এ খেলার শুরু হবে এবং আগামী ৩ এপ্রিল খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।

অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, মুজিববর্ষ পালনে উপজেলা আওয়ামী লীগের গৃহীত কর্মসূচির মধ্যে ১৭ মার্চ বিকেল ৩টায় ডায়মন্ড কাপ ফুটবল টুর্নামেন্টরও আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে এ দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বসুরহাটে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। এ নিয়ে দুই গ্রুপের সহিংসতার পর উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতসহ নানা বিধিনিষেধ আরোপ করে জেলা আওয়ামী লীগ।

kader2

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি বিকেলে মেয়র আবদুল কাদের মির্জা এবং মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলিতে মুজাক্কির নামে স্থানীয় এক সাংবাদিক নিহত হন এবং এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

অন্যদিকে মেয়র আবদুল কাদের মির্জা সাম্প্রতিক সময়ে উপজেলা আওয়ামী লীগ অফিস ছেড়ে দিয়ে  অনুগতদের নিয়ে ব্যক্তিগত অফিস খুলেছেন।

পাশাপাশি দলের উপজেলা নেতাদের সাথে মতবিরোধ সৃষ্টি হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বেশিরভাগ নেতাই এখন কাদের মির্জাকে বাদ দিয়ে আলাদাভাবে দলের কর্মকাণ্ড চালাচ্ছেন।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।