হাসপাতাল থেকে পালানো রোহিঙ্গা নারীর খোঁজ মিলেছে
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর রোহিঙ্গা নারী জেসমিনের খোঁজ মিলেছে। সে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার নং ২৭, হাউজ-বি-থ্রি এর মো.সাইফুল ইসলামের স্ত্রী।
শনিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা নারীর খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।
তিনি জানান, সে ভোরে স্বামীকে রেখে নাশতা কিনতে হাসপাতালের বাহিরে গিয়ে পথ ভুলে হারিয়ে যায়। এক পর্যায়ে সে ফিরে আসে।
এর আগে, একই দিন ভোররাতে নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগ থেকে সে পালিয়ে যায়।
ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা গণমাধ্যমকে জানান, গত (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় গলায় টিউমার অপারেশন করতে স্বামী সাইফুল ইসলাম ও শিশু সুমাইয়া আক্তারকে (৬) সঙ্গে নিয়ে রোহিঙ্গা নারী জেসমিন নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হয়। পরে শনিবার ভোরে শিশু বাচ্চাকে প্রসাব করানোর কথা বলে বাথরুমে নিয়ে যায়। এক পর্যায়ে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে স্বামীকে রেখে শিশু বাচ্চাকে নিয়ে পালিয়ে যান তিনি।
এএইচ/এএসএম