মায়ের মৃত্যুতে ছাড়া পেলেন জুয়াড়ি, দাফনের সময় মারা গেল ছেলেও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৬ মার্চ ২০২১
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মায়ের মৃত্যুতে আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক জুয়াড়িকে মানবিক কারণে ছেড়ে দেয় পুলিশ। মায়ের মরদেহ দাফনের প্রস্তুতিকালে তার তিনদিন বয়সী নবজাতক ছেলেও মারা যায়।

শনিবার (৬ মার্চ) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল কুদ্দুস ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পশ্চিম ফুলমতি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আব্দুল কুদ্দুসসহ ৭ জুয়াড়িকে আটক করে পুলিশ। পুলিশের হাতে ছেলে আটকের খবর শুনে কুদ্দুসের অসুস্থ মা কুলসুম বেওয়া (৬০) আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। রাত ১০টার দিকে তিনি মারা যান। পরে মৃত মায়ের দাফনের জন্য মানবিক কারণে রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এদিকে, বাড়িতে মৃত মায়ের দাফনের প্রস্তুতির একপর্যায়ে শনিবার সকালে মারা যায় কুদ্দুসের সদ্য ভূমিষ্ঠ তিনদিন বয়সী নবজাতক ছেলে সন্তান জিসান। কয়েক ঘণ্টার ব্যবধানে দাদি ও নাতির মৃত্যুতে পরিবারটিসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে বেলা সাড়ে ১১টায় দিকে পারিবারিক কবর স্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, এক জুয়াড়ির অসুস্থ মায়ের মৃত্যু হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও মানবিক কারণে আব্দুল কুদ্দুস নামের এক জুয়াড়িকে ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেয়া হয়। আটককৃত বাকি ৬ জুয়াড়িকে শনিবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

মো. মাসুদ রানা/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।