অনুপ্রবেশের দায়ে দুই সাপুড়ে গ্রেফতার
লালমনিরহাটের পাটগ্রামে বাক্সভর্তি সাপসহ দুই সাপুড়েকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
আটক হামিদুল ইসলাম (২১) ঢাকা সাভারের পোড়াবাড়ি এলাকার অপিকুল ইসলামের ছেলে এবং রাকিব (২৫) একই এলাকার সাত্তার মিয়ার ছেলে।
বিজিবি ও পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্তের ৭ নম্বর মেইন পিলার ও ৩১ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারত থেকে চারটি কাঠের বাক্সে বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে হামিদুল ইসলাম ও রাকিব বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। তাদের আটক করে বাক্স থেকে ৪৬টি ছোট সাপ, পাথরের ১৪০ টি আংটি ও চারটি মোবাইল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত সাপগুলোকে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘বিজিবি দহগ্রাম সীমান্তে থেকে দুই সাপুড়েকে ধরে থানায় দিয়েছেন বলে জেনেছি।’
পাটগ্রাম থানা ওসি (তদন্ত) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওরা বেদে সম্প্রদায়ের লোক। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।’
মো. রবিউল হাসান/আরএইচ/এএসএম