পুকুরে মিলল ৪০০ বছরের পুরনো মূর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০৬ মার্চ ২০২১

সাতক্ষীরায় চারশ’ বছরের পুরনো মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার (৬ মার্চ) সকালে পাটকেলঘাটার কুমিরা এলাকার বাবুর পুকুরে মাটি কাটার সময় এটি উদ্ধার করা হয়।

স্থানীয় জানান, পুকুর থেকে স্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। এ সময় এককেজি ৪০০ গ্রাম ওজনের একটি মূর্তি উঠে আসে। খবরটি ছড়িয়ে পড়লে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মূর্তিটি ৪০০ থেকে সাড়ে ৪০০ বছরের পুরনো রাধার মূর্তি বলে স্থানীয়রা জানান।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল আহম্মদ বলেন, ‘মূর্তিটি একটি জুয়েলার্সে নিয়ে পরীক্ষা করে সেটি পিতলের বলে জানা যায়।’

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।