সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন
সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে সুনামগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, ক্যাপ্টেন ইয়াছিন, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
দৌড় প্রতিযোগিতা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার দূরে পৌর শহরের কাজির পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে ক্রীড়মোদিসহ সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে করেন। পরে বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়।
লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস