কলেজছাত্রীর ফেসবুক হ্যাকড, অশালীন ছবি দিয়ে টাকা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৮ মার্চ ২০২১
ফাইল ছবি

লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করে আত্মীয়-স্বজনদের অশালীন ছবি দিয়ে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এনিয়ে সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় ওই ছাত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্র জানায়, গত বছরের ২ ডিসেম্বর ওই কলেজছাত্রীর ফেসবুক অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করে। এরপর অনেক চেষ্টা চালিয়েও ওই অ্যাকাউন্ট উদ্ধার করতে পারেনি সে। ফেসবুকে তার কিছু ব্যক্তিগত ছবি ছিল। ওই ছবিগুলো দিয়ে অজ্ঞাতনামারা নামে-বেনামে আরও কয়েকটি অ্যাকাউন্ট খুলে ইচ্ছেমতো ব্যবহার করা হচ্ছে। ওই অ্যাকাউন্টগুলো থেকে ছাত্রীর ব্যক্তিগত ছবি অশালীনভাবে উপস্থাপন করে আত্মীয়-স্বজনের কাছে পাঠায়। একই সঙ্গে হ্যাকার তাকে (ছাত্রীকে) অনৈতিক কাজে সম্পৃক্ত করতে ও বিভিন্ন পরিমাণ টাকা দিতে স্বজনদের কাছে চাপ প্রয়োগ করে। এসবে রাজি না হলে ছাত্রীর ব্যক্তিগত ছবিগুলো অশালীনভাবে উপস্থাপন করে ইন্টারনেটে ভাইরাল করার হুমকি দেওয়া হয়।

জানতে চাইলে কলেজছাত্রী বলেন, ‘হ্যাক হওয়ার পরে উদ্ধারের জন্য ফেসবুক অ্যাকাউন্টটি পরিচালনাকারীকে এসএমএস পাঠিয়েছি। কোন সাড়া পাওয়া যায়নি। পরিবারসহ আমাকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এ অবস্থায় আমি মানসিকভাবে চরম বিব্রত।’

এ ব্যাপারে লক্ষ্মীপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পারভিন সুলতানা বলেন, ‘ছাত্রীর অভিযোগ পেয়েছি। এটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কাজল কায়েস/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।