বাঁচানো গেল না আহত ময়ূরটিকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১০ মার্চ ২০২১

পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া ময়ূরটিকে বাঁচানো গেল না। মঙ্গলবার (৯ মার্চ) সকালে ময়ূরটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বারঘরিয়া এলাকা থেকে গত ৫ মার্চ সন্ধ্যায় আহত অবস্থায় ময়ূরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে বারঘরিয়া এলাকার একটি গাছে ময়ূরটি দেখতে পেয়ে স্থানীয় কয়েক তরুণ ঢিল ছুড়ে মারেন। এতে আহত হয়ে ময়ূরটি মাটিতে পড়ে যায়। পরে পাখিটিকে ধরে তারা মিজানুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে বেঁধে রাখেন। বিষয়টি পুলিশ ও বন বিভাগের কর্মীদের জানান স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে আহত ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

আহত ময়ূরটিকে প্রথমে বোদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাণী চিকিৎসক ডা. আব্দুস সোবহানের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি প্রাথমিক চিকিৎসা দেন। গত ৬ মার্চ ময়ূরটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে রাখার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ময়ূরটি মারা যায়।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অনেক চেষ্টা করেও আহত ময়ূরটিকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি বলেন, এটি ‘ইন্ডিয়ান পিকক’ গোত্রের ময়ূর ছিল। স্থানীয় জনগণ আঘাত করায় ময়ূরটি আহত হয়। পিঠের পালকগুলো উঠে গিয়েছিল। দিনাজপুর জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা চিকিৎসা দিয়েও বাঁচাতে পারেননি।

প্রাপ্তবয়স্ক ময়ূরটির ওজন ছিল প্রায় পাঁচ কেজি।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।