মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১০ মার্চ ২০২১

মেহেরপুরে মাদক মামলায় আব্বাছ উদ্দীন (২৬) নামে এক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১০ মার্চ) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম আব্দুস সালাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

এসময় তাকে পাঁচ হাজার টাকা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত আব্বাছ উদ্দীন গাংনী উপজেলার গরীবপুর গ্রামের নুরুল হকের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পল্লব ভট্টাচার্য মামলার বরাত দিয়ে বলেন, ২০১৮ সালের ২২ অক্টোবর পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ আব্বাছ উদ্দীনকে গ্রেফতার করে। পরে গাংনী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আব্বাছ উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।