মুখে বিষ ঢেলে স্বামীকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১১ মার্চ ২০২১
ছবি: আসিফ ইকবাল

মেহেরপুরের গাংনীর দেবীপুর গ্রামে স্বামী সাইফুল ইসলামকে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে স্ত্রী রোজিনা খাতুনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) রাতে গাংনীর মালসাদহ থেকে তাকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

গ্রেফতার রোজিনা খাতুন গাংনী উপজেলার দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম (২৭) মারা যান। স্ত্রী ও তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা করেছে এমন অভিযোগে গাংনী থানায় মামলা করেছেন নিহতের ভাই শরিফুল ইসলাম।

ওই মামলার প্রধান আসামি হিসেবে রোজিনাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (৮ মার্চ) রাতে পারিবারিক কলহের জেরে দেবীপুর গ্রামে শ্বশুরবাড়িতে সাইফুল ইসলাম তার স্ত্রীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এতে স্ত্রী আহত হন।

পরে শ্বশুরবাড়ির লোকজন সাইফুলকে নির্যাতন করে গাছের সঙ্গে বেঁধে মুখে বিষ ঢেলে দেয়। আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সাইফুলের মৃত্যু হয়।

আসিফ ইকবাল/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।