এবার সাংবাদিকের ওপর চটেছেন কাদের মির্জার সমর্থক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১১ মার্চ ২০২১

এবার সংবাদকর্মীদের ওপর চটেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জার সমর্থক এক ছাত্রলীগ নেতা। আরিফুর রহমান নামের ওই ছাত্রলীগ নেতার মামলায় স্থানীয় তিন সংবাদকর্মীকে আসামি করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) রাতে মামলাটি করেন আরিফুর রহমান।

মামলার আসামি ওই তিন সাংবাদিক হলেন-কোম্পানীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সুভাষ চন্দ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মজনু ও সদস্য আমির হোসেন।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ ৯৭ জনের নামসহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

এতে গত ৮ মার্চ (সোমবার) বিকেলে বসুরহাট রূপালী চত্বরে কাদের মির্জার ব্যক্তিগত অফিস ভাঙচুর ও ওইদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু চত্বরে তার আয়োজিত মেলার মঞ্চ ভাঙচুরের ঘটনা উল্লেখ করে এ মামলা দেয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছান উল্যাহর ছেলে আরিফুর রহমানের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে (নং-১৩)।

প্রসঙ্গত, বিগত একমাস ধরে আধিপত্য বিস্তার নিয়ে মেয়র কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিত স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা সংঘর্ষে একজন সাংবাদিকসহ দু‘জন নিহত হয়েছেন। ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক।

এসব ঘটনা নিয়ন্ত্রণে গত ২২ ফেব্রুয়ারি ও ১০ মার্চ বসুরহাট এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ-র্যাব মোতায়েন করা হয়েছে।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।