‘সরকারি মাল দরিয়া মে ঢাল এখন আর বাংলাদেশে চলে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১১ মার্চ ২০২১

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সরকারি মাল দরিয়া মে ঢাল—এটা এখন আর বাংলাদেশে চলে না। বিএনপির আমলে চলত। বিএনপি ক্ষমতায় থাকতে অনেক লুটপাট হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। কাজেই আপনারা আপনাদের সঙ্গে প্রতারণা করবেন না। আগামীর ভবিষ্যৎ প্রজন্মরাই বাংলাদেশের অংশীদার।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের আধুনিকায়ন উপলক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ আরও বলেন, ‘আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই। অভাব রয়েছে দক্ষ মানবসম্পদের। দেশের তরুণ সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে আমাদেরকে আর বিদেশির ওপর নির্ভর করতে হবে না।’

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. এহছানে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও মোয়াজ্জেম হোসেন রতন প্রমুখ।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।