ভাগ্নি জামাইয়ের ছুরিকাঘাতে মামা শ্বশুর নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১১ মার্চ ২০২১
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভাগ্নি জামাইয়ের ছুরিকাঘাতে মামা শ্বশুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় উদ্দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম আফাজ উদ্দিন (৫৮)। তিনি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী মেলার বাড়ি এলাকার বাসিন্দা।

অভিযুক্ত ভাগ্নি জামাই হবিবর রহমান ওরফে গোদা (৪০)। তিনি একই উপজেলার উফারমারা প্রধানপাড়া আছির উদ্দিন ওরফে কাল্টার ছেলে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে মামা শ্বশুরকে ছুরিকাঘাত করেন তিনি।

এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই রমজান আলী বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বুধবার (১০ মার্চ) সকালে অভিযান চালিয়ে হবিবর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হবিবর রহমানকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।