নাসিরনগরে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী আহত, আশঙ্কাজনক ১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয়জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নাসিরনগর থানার পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গুরুতর আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক বাজারের পাশে মাসুম শাহ পীরের মাজারে যাওয়ার পথে আশুরাইল জোড়া ব্রিজের পাশে সিএনজিটিকে একটি ট্রাক চাপা দেয়। এই দুর্ঘটনায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের জিল্লু মিয়ার ছেলে জয়নাল মিয়াসহ (২০) আরও ছয়জন আহত হন। আহত বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে জয়নাল নামে একজনকে ঢাকা পাঠানো হয়েছে। সিএনজি ও ট্রাকটি উদ্ধারের পর জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
এমআরআর