খাস জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৩ মার্চ ২০২১
ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাইয়ের খাস জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শাহমুলক (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ভাটিপাড়ার ইউনিয়নে নূরনগর গ্রামে এই সংর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরনগর গ্রামের পাশের খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের ফিরোজ আলী ও ফজল আলী পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে এই জমি দখলের জন্য দুই পক্ষের লোকেরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ফজল আলীর পক্ষের শাহমুলক নিহত হয়েছেন।

এছাড়া সংঘর্ষে আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স ও সিলেট এম এ জি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে’।

লিপসন আহমেদ/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।