বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, মেঝেতে ঠাঁই নিয়েছেন রোগীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৩ মার্চ ২০২১

বরগুনায় ডায়েরিয়ার প্রকোপ বাড়তে শুরু করেছে। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডে ১৯৮ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ৬২ রোগী ভর্তি হয়েছেন এখানে।

অতিরিক্ত রোগীর চাপে প্রয়োজনীয় বিছানাপত্র না থাকায় মেঝেতে ঠাঁই নিয়েছেন অনেকে। চিকিৎসক সংকটে রোগীদের সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের অনেকেই নারী ও শিশু।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্চের শুরু থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে। প্রথম সপ্তাহে গড়ে ২০ জনের মত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। গত তিনদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে গড়ে ৪০ জনে পৌঁছায় এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় তা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পায়। হাসপাতালে ১মার্চ থেকে এ পর্যন্ত ২৩০ জন রোগী ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৯৮ জন ভর্তি রয়েছেন।

বরগুনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে মাত্র আটটি বেড রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক বেড না থাকায় রোগীরা হাসপাতালে মেঝেতে বিছানা পেতেছেন।

শনিবার (১৩ মার্চ) দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের নিচতলার মেঝেতে অনেকেই বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এদের মধ্যে অধিকাংশই শিশু, নারী ও বৃদ্ধ। মেঝের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে গাদাগাদি করে অবস্থান নিতে হয়েছে তাদের। এতে চরম রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন তারা।

jagonews24

মনিরুজ্জামান নামের এক রোগী জানান, তিনি গতরাতে ডায়রিয়া আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এপর্যন্ত কোনো চিকিৎসক চিকিৎসা দিতে আসেননি। শুধুমাত্র সেবিকারা এসে রাতে স্যালাইন দিয়েছেন। বেড না থাকায় মেঝের নোংরা পরিবেশে তাদের চিকিৎসা নিতে হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (আবাসিক) সোহরাব উদ্দীন বলেন, ‘এমনিতেই হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই, বেড নেই। এ অবস্থায় হঠাৎ বিপুল সংখ্যক রোগী ভর্তি হওয়ায় আমারা হিমশিম খাচ্ছি। এভাবে রোগী বাড়তে থাকলে দু’একদিনেই প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি রোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করতে।’

বরগুনা প্রধান সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ‘গরমের মৌসুম শুরু হওয়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উপকূলের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা অতটা স্বাস্থ্য সচেতন নয়, অপরিচ্ছন্ন পরিবেশে থাকার কারণে রোগ জীবাণুর আক্রমণের শিকার হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা নিশ্চিতের জন্য আমরা সাধ্যমত চেষ্টা করছি।’

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।