কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিশু ইব্রাহিম মারা গেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৪ মার্চ ২০২১

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত শিশু ইব্রাহিম (১২) মারা গেছে। রোববার (১৪ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

নিহত ইব্রাহিম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়ীয়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ মার্চ) দুপুরে ইব্রাহিম মোটরসাইকেলের পেছনের সিটে বসে কিছু কাঠ নিয়ে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক দিয়ে কাতলামারী এলাকায় যাচ্ছিলো। পথে সদরপুর আমতলার কাছে একটি ট্রাকের সঙ্গে কাঠ বেঁধে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় ইব্রাহিম। এতে সে মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রোববার সকালে সে মারা যায়।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাফিজ সড়ক দুর্ঘনায় আহত শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আল-মামুন সাগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।