৯৯৯-এ সাহায্য চাওয়ায় হামলা : পুলিশের সেই এসআই প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৪ মার্চ ২০২১
হামলার শিকার আসাদুল হক

জরুরি নাগরিক সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চাওয়ায় আসাদুল হক নামের এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভেড়ামারা থানার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সেই উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ সকাল ৯টার দিকে জুনিয়াদাহ এলাকায় তার বাড়ির পাশে পদ্মা নদীতে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ শুনে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে সাহায্য চান। কিন্তু ক্যাম্প পুলিশের কোনো সাড়া না মেলায় তিনি জাতীয় জরুরি সেবা সার্ভিস ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন।

সেখান থেকে তাকে ভেড়ামারা থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া হয়। পরে ভেড়ামারা থানার ডিউটি অফিসার তার নাম ও মোবাইল নম্বরটি তৎক্ষণাৎ কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীরকে দেন। তার মোবাইল নম্বর পাওয়ার পর কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সন্ত্রাসীদের সতর্ক করে দেন এবং তার নাম-পরিচয় তাদের কাছে প্রকাশ করে দেন। পরে তাকে মোবাইলে ফোন করে ওই পুলিশ কর্মকর্তা হুমকির সুরে বলেন- তুই ফাজলামি করিস, আমি খবর নিয়ে দেখেছি এলাকায় কোনো ঘটনা ঘটেনি। এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।

ভুক্তভোগী আসাদুল হকের অভিযোগ- এর কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এ সময় আশপাশের কৃষকরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভেড়ামারা থানায় তিনি আলমগীর, মামুন, মিলন, শাকিল, রুবেল, আসমান, রাবিকসহ আরও অজ্ঞাত কয়েক জনের নামে ভেড়ামারা থানায় মামলা করেন।

আল-মামুন সাগর/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।