ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দয়ালপুর গ্রামে ডোবার পানিতে ডুবে হাকিয়া আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মার্চ) বিকেলে শিশুটির নিজ বাড়ির সামনে ওই ঘটনাটি ঘটে। সে দয়ালপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার দয়ালপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে হাকিয়া আক্তার রোববার বিকালে নিজ বাড়ির উঠানে একা খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করে সন্ধ্যার দিকে ডোবা থেকে হাকিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাদেকুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
লিপসন আহমেদ/এসজে/এমকেএইচ