ছেলের চিকিৎসায় নিঃস্ব সাংবাদিক, পাশে দাঁড়ালেন মন্ত্রীর ছেলে
কিডনি রোগে অসুস্থ ছেলের চিকিৎসা করাতে গিয়ে জীবনে যা সঞ্চয় করেছিলেন তা শেষ করেছেন সাংবাদিক জিন্নাতুল ইসলাম জিন্না। উপায় না পেয়ে ঋণ করে ছেলের চিকিৎসা শুরু করেন। একপর্যায়ে অনেকটা হতাশ হয়ে ফেসবুকে ছেলের সুস্থতা কামনা করে দোয়া চান তিনি।
বিষয়টি জানতে পেরে তার চিকিৎসার দায়িত্ব নেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ। সোমবার (১৫ মার্চ) দুপুরে সানবিন আহমেদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন।
জিন্নাতুল ইসলাম জিন্না প্রতিদিনের সংবাদ পত্রিকায় লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তার ছেলে সানবিন আহমেদ লালমনিরহাট পুলিশ লাইন্স স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

সাংবাদিক জিন্না বলেন, ‘জীবনের সঞ্চিত অর্থ কিডনি রোগে আক্রান্ত ছেলের পরীক্ষা-নিরীক্ষা করতেই শেষ হয়েছে। তার চিকিৎসায় দৈনিক প্রায় ২৫ হাজার টাকার মতো খরচ লাগে। ঋণ করে ছেলের চিকিৎসা শুরু করি। হঠাৎ মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ ফোন করে ছেলের খোঁজ নেন এবং ৫০ হাজার টাকা আমার ব্যাংক একাউন্টে পাঠান।’
সমাজকল্যাণ মন্ত্রীর ছেলে প্রভাষক রাকিবুজ্জামান আহমেদ জানান, এর আগে অনেক অসহায় মানুষকে চিকিৎসার জন্য বিভিন্নভাবে অর্থ দিয়ে সাহায্য করেছি। দোয়া করবেন যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
রবিউল হাসান/জেডএইচ/এমএস