কলা কেটে নেয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৫ মার্চ ২০২১

বরগুনার আমতলীতে কলা কেটে নেয়ার প্রতিবাদ করায় লাইলি বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৫ মার্চ) উপজেলার তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের জব্বার গাজীর গাছ থেকে প্রতিবেশী বজলু গাজী জোর করে কলা কেটে নিয়ে যাওয়ার সময় লাইলি বেগম প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বজলু মৃধা ও তার লোকজন ওই গৃহবধূকে পিটিয়ে ডান পা ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত বজলু গাজী ওই গৃহবধূকে মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘তার সাথে সামান্য কথাকাটাকাটি হয়েছে কিন্তু কোনো মারধরের ঘটনা ঘটেনি।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাইলি বেগমের ডান পায়ের গোড়ালির উপর দিয়ে ভাঙা রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।