বাগেরহাট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো সাংবাদিককে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৬ মার্চ ২০২১

উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে সাংবাদিক বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তীকে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানেই তার উন্নত চিকিৎসা চলবে।

বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তী কালের কণ্ঠ ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোটার এবং ইউএনবির বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন।

গত ৭ ফেব্রুয়ারি করোনার টিকা গ্রহণের পর নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় সাংবাদিক বিষ্ণুপ্রদাসের। পরে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা নেয়ার পরও তিনি সুস্থ হননি।

jagonews24

এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর আসনের এমপি শেখ তন্ময়, জেলা প্রশাসক আনম ফয়জুল হকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় তাকে জরুরিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।

সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার সময় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোচ্ছাবিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহাসহ সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর দীর্ঘদিনের সহকর্মীরা বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

শওকত আলী বাবু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।