কোম্পানীগঞ্জে বাদলের জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৬ মার্চ ২০২১

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালতে।

এছাড়া আরও ভিন্ন দুটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। একই মামলায় আরও ৮ জনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোসলেহ উদ্দিন মিজানের আদালতে এ মামলার আবেদন করা হয়।

এর আগে সকালে কড়া পুলিশ পাহারায় নোয়াখালী জেলা কারাগার থেকে মিজানুর রহমান বাদলকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়।

গত ১০ তারিখ বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবের পাশ থেকে মিজানুর রহমান বাদলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

৯ মার্চ বসুরহাট পৌর কার্যালয়ে হামলা ও গুলি চালানোয় হতাহতের ঘটনা ঘটে। এরপর পুলিশ বাদী হয়ে মিজানুর রহমান বাদলকে ১নং আসামি করে মামলা করে।

মিজানুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।