মধ্যপাড়া খনিতে নতুন এমডির যোগদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২১

দিনাজপুরে দেশের একমাত্র মধ্যপাড়া পাথর খনিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী এ ডি এম ফরিদুজ্জামান।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টায় খনির অভ্যন্তরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) প্রধান কার্যালয়ে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মহম্মদ আলী বিশ্বাসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এসময় বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মহম্মদ আলী বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা জানান খনির কর্মকর্তারা।

অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (এসওঅ্যান্ডএম) মীর মো. আব্দুল হান্নান, মহাব্যবস্থাপক (এমইঅ্যান্ডআই) মো. ফজলুর রহমান, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. মাহবুবুল আলম, মহাব্যবস্থাপক (ইউজিওঅ্যান্ডএম) ও মহাব্যবস্থাপক (পিইপিঅ্যান্ডএম) অ. দা. মো. আবু তালেব ফরাজী, মহাব্যবস্থাপক (প্রশাসন ও সার্ভিস) শাহ্ মুহাম্মদ রেজওয়ানুলসহ খনির সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।