খেলতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি
কুড়িগ্রামের রৌমারীতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার কাউয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হৃদয় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিন্নাত আলীর ছেলে এবং সে কাউয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদয় প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশে থাকা পুকুরের ধারে খেলতে থাকে। এ অবস্থায় একটা বিষধর সাপ তাকে কামড় দেয়। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে যায়।
রৌমারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন বলেন, ‘শিশুটিকে বিষধর সাপে কামড় দিয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
মো. মাসুদ রানা/এসজে/জিকেএস