পাথরঘাটায় ৬ তক্ষকসহ ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৭ মার্চ ২০২১

বরগুনার পাথরঘাটায় ছয়টি তক্ষকসহ রিয়াজ আকন (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মানিকখালি সংলগ্ন এলাকা থেকে তক্ষকসহ তাকে আটক করা হয়। উপজেলার মানিককালি গ্রামের ইসমাইল আকনের ছেলে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মানিকখালি সংলগ্ন এলাকায় তক্ষক বিক্রি হয় এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে রিয়াজ আকন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি বাক্সের ভেতরে ছয়টি তক্ষক উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের পাথরঘাটার স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার বলেন, মানিকখালি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছয়টি তক্ষকসহ ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন। বন বিভাগের কর্মকর্তাদের কাছে উদ্ধারকৃত তক্ষকগুলো হস্তান্তর করা হয়।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।