তৃতীয় স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৮ মার্চ ২০২১

পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আমিরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে এই মামলার দ্বিতীয় আসামি শিমুর বাবা সৈয়দ আখতারুজ্জামানকে (৬০) জামিন দিয়েছেন আদালত।

শিমু কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, শিমু ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে তৃতীয় স্ত্রী ফাতেমা আক্তারকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। কোনো উপায় না পেয়ে গত ১৮ জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, এরআগে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান মশিউর রহমান শিমু স্ত্রী এলিজাসহ কারাভোগ করেছেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।