প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিানর ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করার অভিযোগে রাজু হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাকে শহরের জগন্নাথপুর বাঙ্গালীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার রাজু হোসেন নীলফামারীর জলঢাকা উপজেলার গোপালঝাঁর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, গ্রেফতার যুবক রাজু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে ডিজিটাল বিন্যাসের মাধ্যমে আপলোড করেন। বিষয়টি ভাইরাল হলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ওই যুবকের লোকেশন শনাক্ত করে। পরে শহরের জগন্নাথপুর বাঙ্গারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং সেখানে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র পাওয়া যায়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫/২৯/৩১(১)৩৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তানভীর হাসান তানু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।