মুন্সিগঞ্জে আবুল মকসুদ স্মরণে লালন গীতাপাঠ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৮ মার্চ ২০২১

মুন্সিগঞ্জের সিরাজদীখানে সদ্যপ্রয়াত সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের স্মরণে লালন গীতাপাঠের আসর ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নে পদ্মাহেম ধামের আয়োজনে দোসরপাড়া লালন শাহ বটতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম।

পদ্মাহেম ধামের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পদ্মাহেম ধামের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সিরাজদীখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল, সাবেক ডিপিডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার, সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাজিফ মকসুদ প্রমুখ।

jagonews24

সৈয়দ আবুল মকসুদের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথি ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘সৈয়দ আবুল মকসুদ শুধু লেখক, সাংবাদিক ও কলামিস্টই ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী। দেশ, রাষ্ট্র, রাজনৈতিক ও সাহিত্য গবেষণায় দক্ষতার প্রমাণ রেখেছেন।’

স্মরণসভা শেষে লালনগীতির আসর অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন লালনশিল্পী কবির একতার শাহ, শুভ্র বাউল, বংশীবাদক অলি বাউল প্রমুখ।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।