মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৯ মার্চ ২০২১

নড়াইলের লোহাগড়ার রামপুরা গ্রামে বসতঘরে আগুন লেগে বাবর আলী ফকির (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৪টায় মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাবর আলী লোহাগড়া পৌরসভার রামপুরা গ্রামের নায়েব আলী ফকিরের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, লোহাগড়ার রামপুরা গ্রামের বাকপ্রতিবন্ধী বাবর আলী ফকির বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মশার কয়েল থেকে ঘরে আগুন ছড়িয়ে পড়লে মালামালসহ বাবর আলী দগ্ধ হয়ে মারা যান।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাফিজুল নিলু/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।