ট্রেনে উঠতে গিয়ে পা হারাল কিশোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৯ মার্চ ২০২১

লালমনিরহাটের আদিতমারীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে রিজু (১৫) নামের এক কিশোরের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত রিজু উপজেলার ভাদাই ইউনিয়নের টিএনটি পাড়ার বাসিন্দা ব্যবসায়ী নুর হকের ছেলে।

আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল হক বলেন, ‘পাটগ্রাম থেকে দিনাজপুরগামী একটি লোকাল ট্রেন সকালে নামুড়ী রেলস্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন রিজু ( ১৫)। পরে পা ফসকে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তার বাম পা। এতে শরীর থেকে ওই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।’

আদিতমারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কিশোর রিজুর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়েছে।’

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।