মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৯ মার্চ ২০২১

মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) সকালে উপজেলার কাস্টদহ গ্রামের মসজিদের পাশ থেকে এ বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কাস্টদহ গ্রামের মসজিদের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পায় এলাকাবাসী। এরপর পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল বস্তুটিকে উদ্ধার করে পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে আসে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, স্থানীয়রা বোমা সদৃশ্য বস্তুটিকে দেখে গ্রাম পুলিশকে জানালে তারা থানাকে অবহিত করে। গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বস্তুটিকে পানিভর্তি বালতিতে চুবিয়ে থানায় নিয়ে আসেন।

আসিফ ইকবাল/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।