গলার ভেতর জ্যান্ত কৈ মাছ আটকে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:৩৪ পিএম, ১৯ মার্চ ২০২১
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গলার ভেতরে জ্যান্ত কৈ মাছ আটকে শিমুল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার পৌর এলাকার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ ধরতে বিকেলে পুকুরে নামেন শিমুল। একটি কৈ মাছ ধরার প্রায় সঙ্গে সঙ্গেই পায়ের নিচে আরেকটি মাছের টের পান তিনি। প্রথম মাছটিকে কামড়ে ধরে দ্বিতীয়টিকে তুলে আনার চেষ্টা করেন। তখন অসাবধানতায় মুখে থাকা মাছটি গলার ভেতর ঢুকে যায় এবং আটকা পড়ে। চিকিৎসার জন্য স্বজনরা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলেন চিকিৎসক। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা দলিলুর জানান, শিমুল স্থানীয় ধোপল্যা বাজারের একটি সেলুনে কাজ করতেন। তিনি দুই সন্তানের জনক।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, তার অবস্থার আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

নজরুল ইসলাম আতিক/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।