প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২০ মার্চ ২০২১

বাগেরহটের মোংলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামালায় অভিযুক্ত নয়ন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার নয়ন মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওইদিন রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, প্রতিবন্ধী তরুণীকে গত ১৪ ফেব্রুয়ারি সকালে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল (২০)। পরে এ ঘটনা কাউকে না বলতে ভয় দেখান নয়ন। পরবর্তীতে ওই তরুণী তার পরিবারকে বিষয়টি খুলে বলেন।

পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা বিচারের আশ্বাস দেন। কিন্তু এক মাসের অধিক সময় অতিবাহিত হয়ে গেলেও তারা কোনো প্রতিকার না পাওয়ায় গতকাল শুক্রবার রাতে থানায় মামলা করেন ধর্ষণের শিকার তরুণীর বাবা। ওইদিন রাতে অভিযান চালিয়ে নয়নকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মো. এরশাদ হোসেন রনি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।