টিকা নেয়ার পর মেহেরপুরের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২০ মার্চ ২০২১

প্রথম ডোজ টিকা নেয়ার একমাস তিন দিন পর করোনা আক্রান্ত হলেন মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী (৫১)।

শনিবার (২০ মার্চ) দুপুরে মেহেরপুর বক্ষ ব্যাধি ক্লিনিক (সিডিসি) থেকে প্রাপ্ত জিন এক্সপার্ট মেশিনের রিপোর্টে এ তথ্য জানা গেছে। সিডিসি থেকে দুটি ফলাফল পাওয়া যায়। এরমধ্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, ‘পুলিশ সুপার কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। এরপরও তিনি আজ করোনা পজিটিভ। মেহেরপুরে আজ নতুন দুজনসহ মোট ৭৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ ৬৮৯ জন এবং মৃত্যু ১৭ জনের।

গত ১৭ ফেব্রুয়ারি পুলিশ সুপার মেহেরপুর জেনারেল হাসপাতালে গিয়ে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।

আসিফ ইকবাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।