পীরগঞ্জে হামলার অভিযোগে ১০ জন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২০ মার্চ ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগে করা মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ মার্চ) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার।

উল্লেখ্য, দৌলতপুর গ্রামে বিমল চন্দ্র রায় ও পুতুল বালার পৈতৃক সম্পত্তির ওপর থাকা বাঁশঝাড়, ফসলি ক্ষেত নষ্টসহ প্রাচীর ভেঙে দেয়ার সময় বাঁধা দিলে একই গ্রামের আলী হোসেন, মাজেদ, রবিউল, মঞ্জিলসহ ভাড়াটিয়া লোকজন তাদের ওপর হামলা করে।

এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী পরিবার পীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়।

তানভীর হাসান তানু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।