‘এ’ এর পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ, রোগী আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২০ মার্চ ২০২১

লালমনিরহাট সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসারত রহিমা বেগম নামের এক রোগীর শরীরে ‘এ’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত দেয়ার অভিযোগ উঠেছে। অন্য গ্রুপের রক্ত পুশ করায় অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় শনিবার (২০ মার্চ) দুপুরে সিনিয়র কনসাল্টেন্ট (সার্জারি) ডা. আব্দুল হাদীকে প্রধান করেন পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ১৫ মার্চ লালমনিরহাট সদর হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

এদিকে, শনিবার সকালে সদর হাসপাতালের সামনে স্থানীয় মাহমুদুল হাসান মামুন স্মৃতি সংসদসহ আরও তিনটি সামাজিক সংগঠনের উদ্যোগে জড়িত সবার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোগীর স্বজনরা জানান, লালমনিরহাট সদর উপজেলার দুড়াকুটি গ্রামের দিনমজুর রব্বানী ইসলামের স্ত্রী রহিমা বেগম (৩৫) শারীরিক রক্তক্ষরণ জনিত কারণে গত ১৪ মার্চ লালমনিরহাট সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। ওই দিনই তাকে রক্ত দিতে হবে বলে জানায় কর্তৃপক্ষ। প্যাথলজি বিভাগে রহিমা বেগমের রক্ত পরীক্ষা করে জানানো হয় তার রক্তের গ্রুপ ‘বি’ পজিটিভ।

এরইমধ্যে সাকলাইন সোহান নামের একজন ‘বি’ পজিটিভ রক্তদাতা এক ব্যাগ রক্ত দেন। এরপর ওই রক্ত রোগীর শরীরে প্রবেশ করার পরই রোগী অস্থিরতা শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যে ডোনারের রক্ত দেয়া হয়েছে সেই রক্তের তাপমাত্রা ও রোগীর তাপমাত্রা এক না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

jagonews24

পরদিন রোগীর আত্মীয় মোকলেছুর রহমান মুকুল আরেক ব্যাগ ‘বি’ পজিটিভ রক্ত দেন। এই রক্ত প্রয়োগ করার পরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন রোগী রহিমা বেগম। প্যাথলজি বিভাগ থেকে জানানো হয় রক্তের গ্রুপ ভুল হওয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে গত ১৭ মার্চ রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোগীর স্বামী রব্বানী ইসলাম জানান, তার স্ত্রী রহিমা বেগমের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

লালমনিরহাট সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, প্যাথলজি বিভাগের সহকারী মোজাফ্ফরের ভুলের কারণেই এ ঘটনা ঘটেছে।

তবে প্যাথলজি বিভাগের সহকারী মোজাফ্ফরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, প্যাথলজি বিভাগের ইনচার্জ এ বিষয়টি ভালো জানেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুর মোর্শেদ দোলন বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরেই প্রকৃত ঘটনা জানা যাবে।’

মো. রবিউল হাসান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।