চাঁদপাইর মেলায় কলেজছাত্রের ওপর হামলা, লাখ টাকার মালামাল ছিনতাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২১ মার্চ ২০২১

বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাইর মেলায় এক কলেজছাত্রের ওপর হামলা করে নগদ অর্থ ও মালামাল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টায় এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে মোংলা থানায় অভিযোগ দেয়া হয়েছে।

ছিনতাইয়ের শিকার ওই কলেজছাত্রের নাম সাব্বির হাসান দীপ্ত। সে বিএন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম শেখ, পাবক ও শুভ জানান, সাব্বির হাসান দীপ্ত ও তার ছোট ভাই আবির হাসান রিক্ত চাঁদপাই মেলায় ঘুরতে যান। সেখানে কয়েকজনকে সঙ্গে নিয়ে জাহিদ নামের একজন তাদের ওপর হামলা চালান। পরে নগদ অর্থ ও মালামাল ছিনতাই করে নিয়ে যান।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, জাহিদ হোসেন মারধর করে এবং জোরপূর্বক সাব্বির হাসান দীপ্ত ও আবির হাসান রিক্তের কাছে থাকা স্বর্ণের চেইন, নগদ ১৭ হাজার টাকা, একটি মোবাইল সেটসহ মোট এক লাখ ২ হাজার টাকার মালামাল ছিনতাই করে নেন।

jagonews24

এ ঘটনায় সাব্বির হাসান দীপ্তের বাবা শাহ আলম শেখ বাদী হয়ে শনিবার রাতেই মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত জাহিদ (৪৫) চাঁদপাই ইউনিয়নের মাকড়ডোন গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে এ ঘটনায় পুলিশ এখনও অভিযুক্ত জাহিদসহ তার সহযোগীতে আটক ও ছিনতাই হওয়া নগদ টাকাসহ মালামাল উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে দাবি পুলিশের।

এরশাদ হোসেন রনি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।