সভার আগে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি, শেষে ছাত্রলীগের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২১ মার্চ ২০২১

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির বর্ধিত সভাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অন্যদিকে, সভা শেষে বিএনপির নেতারা চলে গেলে চেয়ার ও টেবিল ভাঙচুরের অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (২১ মার্চ) দুপুরে ওই উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির পুরাতন পার্টি অফিসে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর বিএনপি নেতা মোশারফ হোসেনের বাড়িতে বর্ধিত সভা শেষে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ওই উপজেলায় বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাট থেকে সড়ক পথে হাতীবান্ধা আসেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির পুরাতন পার্টি অফিসের সামনে সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদীন সরকারের বড় ছেলে সায়েদুজ্জামান কোয়েলসহ তার সমর্থিত নেতাকর্মীরা দুলুর মাইক্রোবাস থামিয়ে নানা অভিযোগ করেন।

jagonews24

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য সচিব আফজাল হোসেন মিয়ার সমর্থিত নেতাকর্মীর সঙ্গে কোয়েল সমর্থিত নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক সিনিয়র নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের বাড়িতে বর্ধিত সভা হয়।

এদিকে, বর্ধিত সভা শেষে বিএনপির নেতাকর্মীরা চলে গেলে পাশে আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা বর্ধিত সভার চেয়ার টেবিল ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। এ সময় সাউন্ড সিস্টেমের এক শ্রমিককেও মারধর করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে বিএনপি বর্ধিত সভার আয়োজন করলে একই দিনে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা ছাত্রলীগ।

jagonews24

বিএনপি নেতাদের অভিযোগ, রাতে ছাত্রলীগের কিছু ছেলে বর্ধিত সভার ব্যানার খুলে নিয়ে যায়। বর্ধিত সভা শেষে আমরা চলে গেলে সভার চেয়ার ও টেবিল ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সম্পাদক পারভেজ হোসেন বলেন, ‘ছাত্রদল নেতা রুবেল ছাত্রলীগ নিয়ে বাজে মন্তব্য করে। এর জেরে তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে। এসময় সে বিএনপি নেতা মোশারফ হোসেনের বাড়ির দিকে পালিয়ে যায়।’

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের এক নেতা ছাত্রলীগ নিয়ে বাজে মন্তব্য করলে উত্তেজনা দেখা যায়। এ সময় দুই একটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

রবিউল হাসান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।