যাত্রীবেশে ছিনতাইকারীর ছুরিকাঘাত, প্রাণ গেল রিকশাচালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২২ মার্চ ২০২১
পুলিশ হেফাজতে ছিনতাইকারী শামীম

কিশোরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মানিক মিয়া (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় শামীম (৩২) নামের ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

গত রোববার (২১ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের আগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ইউনিয়নের কাসুরার গ্রামের বাসিন্দা। আটক শামীম মাইজখাপন ইউনিয়নের মজুমদারপাড়া গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে শহরের পুরান থানা এলাকা থেকে মহিনন্দ যাওয়ার কথা বলে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন শামীম। মহিনন্দ আগপাড়া গ্রামে নরসুন্দা নদীর তীরে একটি নির্জন স্থানে যাওয়ার পর মানিক মিয়ার কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তিনি।

বাধা দেয়ায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শামীম। চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে শামীমকে আটক করে পুলিশে দেয়। আহত মানিক মিয়াকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পর রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, আটক ছিনতাইকারীকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা সেটি বের করার চেষ্টা চলছে।

নূর মোহাম্মদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।