ছাত্রলীগ নেতাকে যুগ্ম আহ্বায়ক করে ছাত্রদলের কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২২ মার্চ ২০২১
সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য

নওগাঁর বদলগাছীর বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ওয়ার্ড ছাত্রলীগের সদস্য প্রতীক হোসেনকে আহ্বায়ক ও ওয়ার্ড ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক রাকিব হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য।

এদিকে, প্রতীক হোসেন বিষয়টি জানার পর বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের ঘোষিত নতুন কমিটি থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন।

এর আগে, গত ২০ মার্চ নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন এবং সম্পাদক মামুন বিন ইসলাম দোহা স্বাক্ষরিত বদলগাছী উপজেলা শাখা এবং বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের পৃথক পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিবাহিত, ছাত্রলীগ ও অছাত্রদের নাম আসে।

এর প্রতিবাদে সোমবার দুপুর ১২টার দিকে বদলগাছী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক সাজু হোসেন এবং বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আহসানুল হক মোস্তাকিন।

সাজু হোসেন বলেন, ‘আহ্বায়ক কমিটি গঠন নিয়ে আমাদের পার্টি অফিসে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর উপস্থিতিতে পাঁচটি বৈঠক হয়। সবগুলো বৈঠকেই আমাকে আহ্বায়ক নির্বাচিত করা হয়। কিন্তু কোনো অদৃশ্য শক্তির বলে আমাকে সে পদ দেয়া হয়নি। ঘোষিত কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবি একজন বিবাহিত ছেলে। সেটা আমরা রাজশাহী বিভাগীয় টিম লিডার সাজিত হাসান বাবুকে জানিয়েছি।’

এদিকে, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আহসানুল হক মোস্তাকিন বলেন, ‘অর্থের বিনিময়ে ছাত্রলীগ, বিবাহিত এবং অছাত্রদের নিয়ে কলেজ শাখার আহ্বায়ক কমিটিতে জায়গা করে দিয়েছে। তাই কমিটি নতুন করে পুনর্গঠন করার দাবি জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন বলেন, ‘আমি বদলগাছী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক। কে বা কারা কলেজের ছাত্রদলের কমিটিতে নাম দিয়েছে আমি জানি না।’

অন্যদিকে, ঘোষিত কমিটির আহ্বায়ক প্রতীক হোসেন বলেন, ‘আমি চাকরাইল ওয়ার্ড ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি আমাকে কলেজে ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। বিষয়টি জানার পর আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের জন্য পদত্যাগপত্র দিয়েছি।’

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন বলেন, ‘তারা ছাত্রলীগ করতো এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। আমাদের সঙ্গে তারা আগে থেকেই ছাত্রদল করতো। তারা আমাদের কাছ থেকে আবেদন ফরম নিয়ে ছাত্রদলের ফরম পূরণ করে আবেদন করেছে। এছাড়া যারা অভিযোগ করেছে তারা এখনো কোন ডকুমেন্ট আমাকে দেয়নি। প্রমাণ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আব্বাস আলী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।