দুই কা‌লোবাজা‌রির প‌কে‌টে ট্রে‌নের ৬০ টি‌কিট!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:৪৪ এএম, ২৩ মার্চ ২০২১

কিশোরগঞ্জে ‌রেলও‌য়ে স্টেশন থে‌কে ট্রেনের ৬০টি টিকিটসহ মো. সাইফুল ইসলাম (৪৫) ও মো. মানিক মিয়া (৬৯) নামে দুই কালোবাজারিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উদ্ধার হওয়া টি‌কিটগু‌লো কিশোরগঞ্জ টু চট্টগ্রামের বিজয় এক্সপ্রেস, কিশোরগঞ্জ টু ঢাকার এগারোসিন্দুর এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের। সেগুলো সব আগাম কেনা।

গ্রেফতার মো. সাইফুল ইসলাম কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে এবং মো. মানিক মিয়া একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

jagonews24.com

র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, একটি কালোবাজারি চক্র কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুত করে রাখে ও পরবর্তীতে সাধারণ মানুষের কাছে বেশি দামে এসব টিকিট বিক্রয় করে থাকে। গোপনে খবর পে‌য়ে সোমবার (২২ মার্চ) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত মো. সাইফুল ইসলাম ও মো. মানিক মিয়াকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রামগামী রেলের ৬০টি আসনের আগাম টিকিট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

নূর মোহাম্মদ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।